Mamata Banerjee: রাজ্যের পরিচিতি নষ্টের আশঙ্কা মুখ্যমন্ত্রীর! শুরু তরজা। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: রাজ্যটার পরিচিতি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। ফুটপাথ দখল থেকে সরকারি জমি দখল নিয়ে, পুলিশ-প্রশাসন এবং দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করতে গিয়ে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

ফুটপাথ দখল থেকে সরকারি জমি দখল নিয়ে, পুলিশ-প্রশাসন এবং দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিধাননগর, হাওড়া, বালি, শিলিগুড়ি-সহ একাধিক পুরসভার ভূমিকায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর, এসবরে মধ্যেই তাঁর মুখে শোনা গেছে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য।

মুখ্যমন্ত্রীর মুখে 'বাঙালি-অবাঙালি', রাজ্যের পরিচিতি নষ্টের আশঙ্কা মুখ্যমন্ত্রীর। জাতিসত্ত্বার রাজনীতি ভারতে নতুন নয়। মারাঠি মানুসের কথা বলে একটা সময় গোটা মুম্বই শাসন করেছেন বাল ঠাকরে...গুজরাতি অস্মিতাকে সামনে রেখে প্রায় দু দশক গুজরাতে ক্ষমতায় বিজেপি...দ্রাবিড়ীয় সত্তাকে সামনে রেখেই বিজেপিমুক্ত তামিলনাড়ু করেছে ডিএমকে...এবার কি বাংলাতেও পরোক্ষে বাংলা ও বাঙালি - এই বিষয়টিকে সামনে রেখে কৌশলী রাজনীতি করতে চাইছে তৃণমূল?  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram