Mamata Banerjee: দুবাইয়ে লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনালের সঙ্গে বৈঠক করেন মমতার | ABP Ananda LIVE
রাজ্যে লগ্নি টানতে স্পেনের পর দুবাইয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেখানে লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনালের (Lulu Group Of International) এক্সিকিউটিভ ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল গ্লোবাল বিজনেস সাম্মিটে (Bengal Global Business Summit 2023) আসার জন্যও সংস্থার আধিকারিকদের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। লুলু-র রিটেল আউটলেটে বিশ্ববাংলার পণ্যগুলি রেখে তামাম বিশ্বে সেগুলির প্রচারের কথাও এদিন আলোচনা হয়। এছাড়াও মৎস্য প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণের মতো শিল্পেও বিনিয়োগে উৎসাহ দেখিয়েছে লুলু গ্রুপ। তাদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ নিমন্ত্রণ করতে পেরে নিজেকে সফল বলে মনে হচ্ছে। সেখানেই আমরা যৌথ উদ্যোগ এবং যুগ্ন উন্নয়নের দিশা নির্ণয় কর তে পারব।' পরে দুবাইয়ে শিল্পপতিদের সম্মেলনে বাংলায় 'শিল্প-বন্ধু' ভাবমূর্তি তুলে ধর মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, 'বাংলায় ৯৯ শতাংশ মানুষের সামাজিক সুরক্ষা রয়েছে। দেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজ্যের।'