Mamata: 'এলআইসি ডুবে গেলে, টাকা ফেরত পাবেন তো?', ত্রিপুরায় মমতা

Continues below advertisement

'ত্রিপুরার মাতাবাড়ি মন্দিরে গত কয়েক বছর কোনও কাজ হয়নি, দক্ষিণেশ্বর গিয়ে দেখুন'। 'কালীঘাটেও কত কাজ হচ্ছে'। 'বাংলায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা নিয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন'। 'বাংলা অনেক এগিয়ে গিয়েছে'। 'ভোটের আগে যা বলেছি, করে দেখিয়েছি'। 'বাংলায় সরকার মানুষের দুয়ারে এসে ক্যাম্প করছে'। 'বাংলায় মেডিক্যাল কলেজে যান, চিকিৎসার পয়সা লাগে না'। 'বাংলায় ফেয়ারপ্রাইস মেডিক্যাল শপে ওষুধের দামে ৪০ থেকে ৭০ শতাংশ ছাড়'। 'দেশে ডবল ইঞ্জিনের আমলে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, রাজ্যে তা কমেছে'। 'নৃপেন চক্রবর্তীকে আমি শ্রদ্ধা করি, উনি আমায় ডেকেছিলেন'। 'অনেক দুঃখের কথা নৃপেনবাবু আমায় বলেছিলেন'। 'সিপিএম এখন কংগ্রেসের বি টিম''ডবল ইঞ্জিন ভয় দেখালে, চুপ করে যেখানে ভোট দেওয়ার দেবেন'। 'ভোটের পর আবার আসব, ডবল, না সিঙ্গল ইঞ্জিন সরকার হয়, দেখব'। 'রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পারলে, ইডি-সিবিআই ঢোকাচ্ছে'। 'এলআইসি ডুবে গেলে, টাকা ফেরত পাবেন তো?'। 'তৃণমূল (TMC) এখন মহীরুহ, অত সহজে তাকে পিষে ফেলা যাবে না'। 'দেখুন ২০২৪-এ কী হয়, ডবল ইঞ্জিন, না সিঙ্গল ইঞ্জিন, না মানুষের ইঞ্জিন'। 'ভিক্ষে নয়, চাইছি ঋণ, তৃণমূলকে ভোট দিন' ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram