Barasat News:বারাসাতে সরকারি জমিতে TMC-র পার্টি অফিস,শাসকদলের পার্টি অফিস বলেই কি নিষ্ক্রিয় প্রশাসন?
ABP Ananda LIVE: বারাসাতে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস(tmc party office) একতলার পর শুরু হয়েছে দোতলার কাজ। শাসকদলের পার্টি অফিস বলেই কি নিষ্ক্রিয় প্রশাসন? প্রশ্ন তুলছে বিজেপি(bjp)। অন্যদিকে কামারহাটিতে উচ্ছেদ করতে গিয়ে বাধা পেলেন তৃণমূল কাউন্সিলর।
মাহেশে জগন্নাথ দেবের নবযৌবন সাজ। জ্বর থেকে সেরে উঠেই অলঙ্কারে সুসজ্জিত। এদিন তিনি পরেন রুপোর হাত। দু'হাত তুলে আশীর্বাদ করেন ভক্তদের । এমনটাই বিশ্বাস ভক্তদের। সেই টানেই ছুটে আসেন ভক্তরা। রবিবার মাসির বাড়ি যাবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। প্রাচীনত্ব, মাহাত্ম্য এবং ঐতিহাসিক দিক দিয়ে পুরীর রথযাত্রার পরেই মাহেশের স্থান। জগন্নাথ দেবের নব যৌবন উপলক্ষে যেমন সেজে উঠছে পুরী , তেমনই সেজে উঠছে শ্রীরামপুরের মন্দির। শ্রীরামপুরের মাহেশে, স্নানযাত্রার ১৩ দিন পর ভক্তদের দর্শন দেন মহাপ্রভু। শুক্রবার এই নব যৌবন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজ বেশে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজানো হয় এদিন। জগন্নাথদেবকে এই দিন রুপোর হাত পরিয়ে দেওয়া হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন দেবতা। সেই সঙ্গে অর্পণ করা হয় ৫৬ ভোগ।