SSC Scam: মানিক-শান্তনু-কুন্তলের ত্র্যহস্পর্শে ছড়িয়েছে দুর্নীতির জাল, দাবি ইডির। ABP Ananda Live

Continues below advertisement

মানিক-শান্তনু-কুন্তলের ত্র্যহস্পর্শে ছড়িয়েছে দুর্নীতির জাল, দাবি ইডির। অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিতে সরাসরি মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন শান্তনু
মানিকের মতো শান্তনুর বাড়ি থেকেও উদ্ধার প্রচুর চাকরিপ্রার্থীর নামের তালিকা। মানিকের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া তালিকার বেশ কিছু নাম ছিল শান্তনুর বাড়ি থেকে মেলা তালিকাতেও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে আরও দাবি, শান্তনুর সুপারিশে ৩১২ জনের মধ্যে ১০ জনকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন মানিক!। মাথাপিছু ৪ থেকে ৫ লক্ষ টাকার বিনিময়ে, প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন শান্তনু। সংগঠক শিক্ষকদের চাকরির ইন্টারভিউতে ডাক পাইয়ে দেওয়ার জন্য় মাথাপিছু ৫০ হাজার টাকা নেওয়া হত। অযোগ্য প্রার্থীদের দেওয়া টাকা কখনও কুন্তল ঘোষ মারফৎ শান্তনুর হাতে আসত। আবার কখনও সরাসরি চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন শান্তনুও। দাবি ইডির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram