Manik Bhattacharya: লন্ডনে আমার কোনও বাড়ি নেই, নেই দুটো পাসপোর্টও, থাকলে আমাকে ফাঁসি দেওয়া হোক : মানিক
Continues below advertisement
লন্ডনে (London) আমার কোনও বাড়ি নেই। নেই দুটো পাসপোর্টও (Passport)। থাকলে আমাকে ফাঁসি দেওয়া হোক। আদালত থেকে বেরনোর সময় প্রশ্নের মুখে বললেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। মিথ্যে বলে সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে। সেই সম্মান ফেরাবে কে? আদালতে আইনজীবীদের কাছে প্রশ্ন অপসারিত পর্ষদ সভাপতির। বুধবার ফের হবে শুনানি।
Continues below advertisement