Manipur Militant Attack: 'সকাল ৭টায় স্ত্রীর সঙ্গে ফোনে কথা', সন্ধ্যাতেই এল শ্যামলের মৃত্যু-সংবাদ | Bangla News

Continues below advertisement

শোকে সন্তাপে একাকার ছত্তীশগঢ়ের রায়গড় থেকে বাংলার মুর্শিদাবাদ (Murshidabad)। শনিবার সাম্প্রতিককালের মধ্যে ভয়াবহতম জঙ্গি হামলার সাক্ষী হয়েছে মণিপুর (Manipur)। জঙ্গি হামলায় নিহত হয়েছেন ৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী, তাঁর স্ত্রী এবং শিশুপুত্র। এছাড়াও প্রাণ গিয়েছে আরও চার জওয়ানের। তাঁদেরই একজন মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা রাইফেল ম্যান শ্যামল দাস। তাঁর পরিবার জানিয়েছে, শনিবার সকাল ৭টাতেই স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় শ্যামলের। আর রাত ৮টায় আসে জওয়ানের মৃত্যুসংবাদ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram