Manoranjan Byapari: শাসক দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়কের

Continues below advertisement

ABP Ananda Live: 'আমাদের পশ্চিমবঙ্গও খুনি-ধর্ষকদের উল্লাস-ভূমি হয়ে গেল নাকি?' আর জি কর থেকে কুলতলি, ফালাকাটা, একের পর এক ঘটনার মধ্যেই বিস্ফোরক পোস্ট মনোরঞ্জন ব্যপারীর। শাসক দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়কের। পোস্টের ব্যাখ্যা দিতে গিয়ে খুন-ধর্ষণে 'বহিরাগত' তত্ত্ব মনোরঞ্জন ব্যপারীর । 'বাংলায় আগে এমন পরিস্থিতি ছিল না'। 'ইদানিং দেখছি, কয়েকটি শিশুকে ধর্ষণ করে হত্যা কর হল'। 'আগে তো এমন ছিল না, অপরাধীদের ধরা উচিত'। 'এরা সবাই বহিরাগত, বাঙালিদের এই রোগ ছিল না'। সরকার ও মানুষকে সজাগ থাকতে হবে, মন্তব্য মনোরঞ্জন ব্যপারীর।

বাংলায় রক্ষকই ভক্ষক: শুভেন্দু অধিকারী। 'পৃথিবীর কোথাও এমন পাবেন না'। 'আর জি কর থেকে ফালাকাটা, একের পর এক ঘটনা ঘটছে'।ভোটবাক্সে এর জবাব দিন: শুভেন্দু অধিকারী। বাংলায় মহিলারা সুরক্ষিত নন: শুভেন্দু 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram