Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু, উঠছে প্রশ্ন

Continues below advertisement

হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। মৃতের নাম স্বপ্নদীপ কুণ্ডু, বাড়ি নদিয়ার বগুলায়। চলতি বছরই যাদবপুরে বাংলা প্রথম বর্ষে ভর্তি হন বছর ১৮-র ওই পড়ুয়া। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গতকাল বাংলা প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসে অনুপস্থিত ছিল স্বপ্নদীপ। এরপর মাঝরাতে হস্টেলের আবাসিকরা ভারী কিছু পড়ার আওয়াজ পান। দেখা যায় নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্বপ্নদীপ। গুরুতর জখম অবস্থায় কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর আজ সকালে ওই পড়ুয়ার মৃত্যু হয়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram