South 24 Parganas : প্রধান নির্বাচনে কারচুপির অভিযোগে নামখানার বিডিও অফিসের সামনে বিজেপির অবস্থান-বিক্ষোভ
প্রধান নির্বাচনে কারচুপির অভিযোগে নামখানার বিডিও অফিসের সামনে বিজেপির অবস্থান-বিক্ষোভ। বিজেপির অভিযোগ, শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীকে হারাতে ছাপ্পা ভোট। বিডিও অফিসের কর্মীর মদতে ছাপ্পা ভোট দেয় তৃণমূল। এর ফলে তৃণমূলের প্রার্থী প্রধান নির্বাচিত। বিডিও অফিসের কর্মীর মদতেই এই কারচুুুপি চলে অভিযোগ। অভিযুক্ত সরকারি কর্মীর গ্রেফতারের দাবিতে কাল ৬ ঘণ্টা বিডিও-কে আটকে রেখে বিজেপির অবস্থান-বিক্ষোভ। এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। বিডিও কোনও মন্তব্য করতে চাননি।
প্রধান নির্বাচনে কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ।
পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য অপহরণ-সন্ত্রাসের অভিযোগ। তাতে নাম জড়াল বিজেপির। বাঁকুড়ার ওন্দায় ঘুরপথে বোর্ড দখলের জন্য তাঁদের দুই জয়ী প্রার্থীকে অপহরণ করেছে বিজেপি। অভিযোগ তৃণমূলের। পুলিশ সূত্রে দাবি, বিজেপির জেলা পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে তিনজনকে। পাগলের প্রলাপ বলে অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। যাঁদের অপহরণের অভিযোগ, তাঁরা কেউ মুখ খুলতে চাননি।
ক্যাগ রিপোর্টে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য। প্রায় সাড়ে ৭ লক্ষ সুবিধাভোগীর একই ফোন নম্বর ! প্রতিটি মোবাইল ফোন নম্বরই '৯৯৯৯৯৯৯৯৯৯'! লোকসভায় পেশ করা আয়ুষ্মান ভারতের অডিট রিপোর্টে দাবি ক্যাগ-এর। 'যে নম্বরে সাড়ে ৭ লক্ষ সুবিধাভোগীর নাম রেজিস্ট্রেশন হয়েছে, ওই নম্বরের কোনও সিম কার্ড নেই', 'আরও কয়েকটি ভুয়ো নম্বরেও প্রায় ২ লক্ষ নাম রেজিস্ট্রেশন হয়েছে', চাঞ্চল্যকর দাবি লোকসভায় পেশ করা ক্যাগ রিপোর্টে।