CPM News: 'লাল ঝান্ডাকে মজবুত করতে হবে', RSS, বিজেপি ও তৃণমূলকে আক্রমণ মহম্মদ সেলিমের

ABP ANANDA LIVE: ব্রিগেড সমাবেশ থেকে রবিবার RSS, বিজেপি ও তৃণমূলকে এক সারিতে রেখে নিশানা করলেন মহম্মদ সেলিম। বাংলার মানুষ প্রত্য়াখ্য়ান করেছে ওদের। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। এদিন ২৬ হাজার চাকরি বাতিল থেকে আরজিকরকাণ্ড, একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করে সিপিএম। জবাব দিয়েছে তৃণমূলও

আরও খবর...

জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও ১ জনকে। সব মিলিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল ৪। এর মধ্য়ে ৩ জন ভিন জেলা থেকে গ্রেফতার হলেও, প্রত্যেকেই মুর্শিদাবাদের পুরনো বাসিন্দা। এদিকে, হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করল নিহতদের পরিবার। 

মুর্শিদাবাদকাণ্ডে নাটক করছে তৃণমূল-বিজেপি। স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত। মমতার দয়ায় বাংলায় আরএসএস, আক্রমণ বামেদের। বিচারবিভাগীয় তদন্তের দাবি।

ভাঙড়ে ওয়াকফ অশান্তির প্রতিবাদে পথে তৃণমূল। একযোগে আইএসএফ, বিজেপিকে নিশানা সওকত-সায়নীর। পাল্টা আক্রমণ নৌশাদ-শমীকের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola