Neet Exam: গ্রেস মার্ক পাওয়া ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার্থীদের আজ ফের পরীক্ষা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গ্রেস মার্ক পাওয়া ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার্থীদের আজ ফের পরীক্ষা । মোট ১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীর আজ পরীক্ষা ।দুপুর ২ থেকে বিকেল ৫.২০ পর্যন্ত পরীক্ষার সময় । দিল্লির যন্তরমন্তরে আজ পরীক্ষার্থীদের বিক্ষোভের ঘোষণা । বিক্ষোভে সামিল হবেন পরীক্ষার্থীদের অভিভাবকরাও । নিট বাতিলের দাবিতে অনড় আন্দোলনরত পড়ুয়ারা
এবার স্থগিত NEET-PG এন্ট্রান্স। UGC-NET, CSIR UGC NET-এর পর NEET-PG এন্ট্রান্স স্থগিত। প্রবেশিকার একদিন আগে স্থগিত NEET-PG এন্ট্রান্স। কবে ফের NEET-PG এন্ট্রান্স, পরে জানানো হবে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগের মধ্যে আরও একটি প্রবেশিকা পরীক্ষা স্থগিত হল। কবে পরীক্ষা হবে, তা দ্রুত জানানো হবে।
শনিবার রাতে স্নাতকোত্তর স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, NEET-PG বাতিল স্থগিত করা হল। রবিবারই পরীক্ষা ছিল। পরিবর্তে কবে পরীক্ষা নেওয়া হবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দ্রুতই পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে। অতি সম্প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষা NEET এবং UGC-NET ঘিরে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেকথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ভাবে NEET-PG স্থগিত করা হল বলে জানিয়েছে কেন্দ্র।