Medinipur: 'আমরা সবাই ভাল আছি। কেউ চোট পাননি', মেদিনীপুরে মঞ্চ ভাঙার পরে জানালেন বিধায়ক। Bangla News
Continues below advertisement
'আমরা সবাই ভাল আছি। কেউ চোট পাননি। একটা ম্যালফাংশান হয়ে হিয়েছে। মানুষ মাত্রই ভুল হয়। আমরা ভাল আছি', বললেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া।এ দিন মেদিনীপুরে ছটপুজোর অনুষ্ঠানে বিপত্তি হয়। হঠাত্ই ভেঙে পড়ে মঞ্চের ছাদ! ছটপুজো উপলক্ষে আজ স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে মেদিনীপুরের ডিএভি ঘাটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত ছিলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া, জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান-সহ আরও অনেকে।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Medinipur Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Accident ABP Ananda Bengali News