Kolkata News : এককালের দাপুটে বাম নেতা অরুণ চৌধুরীর স্মৃতিতে আয়োজিত স্মরণসভা, মূল অতিথি ইকুয়েডরের প্রাক্তন মন্ত্রী

চিকিৎসক অভিজিৎ চৌধুরীর বাবার স্মৃতিতে স্মারক বক্তৃতা। অনুষ্ঠানের মূল অতিথি ছিলেন ইকুয়েডরের প্রাক্তন মন্ত্রী ও অধ্য়াপক। তাঁর বক্তৃতায় উঠে আসে লাতিন আমেরিকার সংগ্রামের ইতিহাস। মানুষের জীবনযাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিল রাজ্য়ের বাম নেতৃত্ব।

এককালের দাপুটে বামপন্থী নেতা। CPM-এর রাজ্য় কমিটির সদস্য় ছিলেন, পেশায় শিক্ষক।  তাঁর স্মৃতিতে শুক্রবার, শহরের বুকে পালিত হল স্মরণ সভা। সেভেন্থ অরুণ চৌধুরী মেমোরিয়াল ওরেশন। আয়োজক, তাঁর পুত্র, লিভার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চিকিৎসক অভিজিৎ চৌধুরী। সরলা রায় মেমোরিয়াল হলে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্য় অতিথি ছিলেন, ইউনিভার্সিটি অফ ইকুয়েডরের সোশ্য়াল সায়েন্সের অধ্য়াপক এডগার ইস লোপেজ । যিনি কিনা, ইকুয়েডরের বামপন্থী সরকারের মন্ত্রীও ছিলেন।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola