Kolkata Metro: জোকা-তারাতলা রুটে দ্বিগুণ হতে চলেছে মেট্রো সার্ভিস | ABP Ananda Live
Kolkata Metro: জোকা-তারাতলা রুটে দ্বিগুণ হতে চলেছে মেট্রো সার্ভিস। এখন সারাদিনে আপ ও ডাউন লাইন মিলিয়ে পাওয়া যায় ১২টি পরিষেবা। পয়লা মে থেকে তা বেড়ে হচ্ছে ২৪। দুপুরেও সচল থাকবে মেট্রো সার্ভিস। এদিকে, পুজোর আগেই এই রুটে জুড়ে যেতে পারে মাঝের হাট স্টেশনটিও। জানাল মেট্রো রেল।