Metro Service: যান্ত্রিক ত্রুটির কারণে রেক বিকল হয়ে মেট্রো পরিষেবায় বিঘ্ন, আতঙ্কে একাধিক যাত্রী । Bangla News
Continues below advertisement
যান্ত্রিক ত্রুটির কারণে রেক বিকল হয়ে মেট্রো পরিষেবায় বিঘ্ন। আজ বেলা ১২টা ১৮ নাগাদ নিউ গড়িয়াগামী একটি রেক বিকল হয়ে দাঁড়িয়ে যায় শোভাবাজার স্টেশনে। এর জেরে ওই লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। মেট্রো রেল সূত্রে খবর, আপাতত সেন্ট্রাল স্টেশন থেকে নিউ গড়িয়া মেট্রো চলাচল করছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায় মেট্রো। বন্ধ হয়ে যায় এসিও। এরপর বেশ কিছুক্ষণ পরে মেট্রোর পিছনের দরজা দিয়ে যাত্রীদের বের করা হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে একাধিক যাত্রীর মধ্যে।
Continues below advertisement
Tags :
ABP Ananda Kolkata Metro ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Kolkata Metro Service এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Technical Issue Sovabazar Metro Station বিকল রেক