Mid Day Meal: মিড ডে মিলের ডালের বালতিতে সাপ! এবার ব্যবস্থা প্রধান শিক্ষককের বিরুদ্ধে
মিড ডে মিলের ডালের বালতিতে সাপ, এবার প্রধান শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা। চার রাঁধুনিকে সরানোর পর এবার প্রধান শিক্ষকের বদলি। ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি। ৯ জানুয়ারি স্কুলের মিড ডে মিলের ডালের বালতিতে মেলে সাপ। অসুস্থ ১৬ জন শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে ব্যবস্থা, জানাল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।