Cyclone Michaung: মিগজ়াউমের প্রভাবে বৃষ্টি হতে পারে মেদিনীপুর ও ২৪ পরগনায়, আজ ভিজবে কলকাতাও?
Continues below advertisement
Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) তাণ্ডবে লন্ডভন্ড দক্ষিণ, পরোক্ষ প্রভাব বঙ্গেও।দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে বেশি বৃষ্টির সম্ভাবনা।বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া (Bankura), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), পূর্ব বর্ধমান ও নদিয়ায় ।বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। বঙ্গে শীতের পথে কাঁটাও দক্ষিণের ঘূর্ণিঝড়। সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা, ফিরতে পারে শীতের আমেজ।
Continues below advertisement