Mithun Chakraborty: 'আমি সুস্থ আছি, গোগ্রাসে খাই তো তাই এসব হয়েছে', হাসপাতাল থেকে বেরিয়ে খোশমেজাজে মিঠুন
আজই হাসপাতাল থেকে ছাড়া হল মিঠুন চক্রবর্তীকে। শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন অভিনেতা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুন, জানানো হয় হাসপাতালের তরফে।যদিও চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী, তাই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত 'আমি সুস্থ আছি, গোগ্রাসে খাই তো তাই এসব হয়েছে', হাসপাতাল থেকে বেরিয়ে খোশমেজাজে মিঠুন।