Corona Update: করোনা চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখতে দেশজুড়ে কোভিড হাসপাতালগুলিতে আজ মক ড্রিল। Bangla News

Continues below advertisement

করোনা চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখতে দেশজুড়ে কোভিড হাসপাতালগুলিতে আজ মক ড্রিল চালানো হবে। এরপর কোন হাসপাতালে কী ধরনের ব্যবস্থা রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্যগুলিকে ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। কলকাতায় আপাতত এম আর বাঙুর, বেলেঘাটা আইডি ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। করোনা রোগী এলে এই ৩টি হাসপাতালেই ভর্তি করা হবে। এছাড়াও, উত্তর ২৪ পরগনার ২টি ও বাকি জেলাগুলিতে একটি করে সরকারি হাসপাতালকে কোভিড চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে। করোনা-প্রস্তুতির মহড়া দেখতে দিল্লির সফদরজং হাসপাতালে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram