RG Kar Birbhum News: অসুস্থ তাই যেতে পারছেন না ধর্নাস্থলে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশে টাকা পাঠালেন বীরভূমের অবসরপ্রাপ্ত শিক্ষিকা
Continues below advertisement
আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের এই মর্মান্তিক পরিণতি, কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। মন চাইছে বিচারের দাবিতে ছুটে যেতে ধর্নাস্থলে। কিন্তু, অসমর্থ শরীর সেই শক্তি দিচ্ছে না। তাই, আন্দোলনকে সমর্থন জানিয়ে, জমানো ১০ হাজার টাকা জুনিয়র ডাক্তারদের উদ্দেশে পাঠিয়েছেন বীরভূমের এই অবসরপ্রাপ্ত শিক্ষিকা। অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্নেহময়ী সরকার বলেছেন, 'মেয়েটার মারা যাওয়া আমায় অত্য়ন্ত... আমি ঘুমোতে পারছিলাম না। ছটফট করেছি। কী কষ্ট পেয়েছে। আমি কি কিছু করতে পারি, এত দূর থেকে। তাই এটা করেছি।' শারীরিকভাবে অসুস্থ...কিন্তু, মানসিক জোর এতটুকুও কমেনি। আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন বীরভূমের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্নেহময়ী সরকার। শারীরিকভাবে আন্দোলনস্থলে পৌঁছতে পারেননি তিনি। পাঠিয়েছেন তাঁর জমানো ১০ হাজার টাকা।
Continues below advertisement
Tags :
RG Kar Medical College RG Kar Agitation . Birbhum News RG Kar Issue KOLKATA NEWS RG Kar Murder