Kolkata news: দিল্লি থেকে কলকাতায় সিবিআইয়ের আরও অফিসার, ফরেন্সিক টিম | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যাল কলেজে নতুন বিতর্ক। যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঠিক তার উল্টোদিকে বিশ্রামের ঘর তৈরির জন্য় শুরু হয়েছে সংস্কার। তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল SFI ও DYFI. বিষয়টি তাঁর জানা ছিল না। পুলিশকে বলেছেন। জানালেন সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ।ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের প্রতিবাদ। আজ রাজ্য জুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের। সরকারি-বেসরকারি সব হাসপাতালেই পরিষেবা বন্ধের ডাক।

লিশকে রবিবার অবধি সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আর অপেক্ষা নয়। মঙ্গলেই পুলিশের হাত থেকে দায়িত্ব গেল সিবিআইয়ের হাতে। মঙ্গলবার প্রথম শুনানিতেই, মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্ত, কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পুলিশের তদন্তের কড়া সমালোচনা, রাজ্যকে ভর্ৎসনা করে কেন্দ্রীয় এজেন্সির হাতেই তদন্তভার ন্যস্ত করল আদালত। 

আর বুধবারই RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল CBI-এর বিশেষ দল। দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর, মঙ্গলবার শিয়ালদা আদালতে FIR জমা দিতে পারে CBI।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram