RG Kar News Live: 'আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করুক', মন্তব্য় মমতার
ABP Ananda Live: মামলার কিনারা করতে, রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্য়েই, আর জি করকাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বিজেপি, সিপিএমের কটাক্ষ, আরও সময় গেলে আরও প্রমাণ লোপাট করা হত। অন্যদিকে কুণাল ঘোষ বললেন, যে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অন্য কোনও এজেন্সি তদন্ত করলে তাঁদের আপত্তি নেই।
আরও খবর, রাজ্যের তদন্তকারী সংস্থা যদি ব্যর্থ হয় তাহলে CBI-কে তদন্তভার দেওয়া যায়। ৫ দিন পরেও পুলিশি তদন্তে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেই। তাই মামলার তদন্তভার CBI-কে দেওয়া হল।" আজ সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি বললেন, "যদি পরিবারকে ৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়, যদি তাদের প্রথমে আত্মহত্যার কথা বলা হয়, তাহলে এটা বুঝতে হবে প্রশাসন তাদের সঙ্গে নেই।