Morning Headlines 12.05.2022: বউবাজারে মেট্রোর কাজ চলাকালীন একের পর এক বাড়িতে ফাটল । Bangla News

Continues below advertisement

আড়াই বছর পরে বউবাজারে ফিরল সেই আতঙ্ক। মেট্রোর কাজ চলাকালীন একের পর এক বাড়িতে ফাটল। পরপর বাড়িতে ফাটল। আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। মাইকে প্রচার পুলিশের। স্থানীয়দের অন্য জায়গায় সরানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষ। ২০১৯-এ বিপত্তি, কেন সতর্ক হয়নি মেট্রো? ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। কেন ফাটল? কারণ খুঁজছেন ইঞ্জিনিয়াররা, জানাল কেএমআরসিল।  হাতের কাছে যা পাওয়া যায়, তা নিয়ে মধ্যরাতে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বহু অসহায় পরিবার। কয়েকজনকে হোটেলে নিয়ে গেল কেএমআরসিএল। 

রাতের কলকাতায় এবার ট্রাফিক সার্জেন্টের হাতেও থাকবে আগ্নেয়াস্ত্র। অস্ত্র-গুলি নিতে হবে স্থানীয় থানা থেকে। জানিয়ে দিল লালবাজার। 

 ১৫২ বছরে দেশে প্রথমবার স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন। কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত ১২৪এ ধারায় কোনও মামলা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 
 রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু থাকলেও নতুন করে কোনও গ্রেফতারি নয়। জামিনের আবেদন করতে পারবেন বন্দিরাও। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
ঐতিহাসিক রায়, বলল কংগ্রেস। বাতিল হলে ভাল হত, প্রতিক্রিয়া তৃণমূলের। বিচ্ছিন্নতাবাদীদের রুখতে কঠোর আইন প্রয়োজন, পাল্টা বিজেপি।
বাতিল চায় বিরোধীরা

ত্রিপুরার পর তৃণমূলের নজরে অসম। গুয়াহাটিতে পার্টি অফিসের উদ্বোধন করলেন অভিষেক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram