Morning Headlines 21.04.2022: 'শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত না করে কেন্দ্র', রাজ্যপালকে বললেন মমতা। Bangla News
শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত না করে কেন্দ্র। শিল্প সম্মেলনের মঞ্চেই রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী।
শিল্প সম্মেলন থেকেই কড়া বার্তা রাজ্যপালের। উন্নয়ন থেকে দূরে রাখতে বললেন রাজনীতিকে।
কিছু না করলে এত ভয় পাচ্ছেন কেন? মমতার এজেন্সি-নিয়ে পাল্টা তোপ শুভেন্দুর। রাজনৈতিক স্বার্থে তো ব্যবহার করছে বিজেপি, খোঁচা কুণালের।
রাজ্যে ১০ হাজার কোটি লগ্নি করতে চলেছে আদানি গোষ্ঠী। প্রত্যক্ষ-পরোক্ষভাবে ২৫ হাজার কর্মসংস্থানের দাবি। রাজ্যের প্রকল্পের প্রশংসা।
২ বছর পরে লগ্নির খোঁজে ফের শিল্প সম্মেলন। হাজির ১৯টি দেশের প্রতিনিধি। লগ্নির আশ্বাস টাটা স্টিল থেকে জিন্দল, হিরনন্দানী গোষ্ঠীর।
পুড়িয়ে খুন করা হয়নি তো? হাঁসখালিকাণ্ডে সন্দেহ প্রকাশ করে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট। কী করে জানলেন? প্রশ্ন তৃণমূলের।
হাঁসখালি, বগটুইয়ের পাল্টা। এবার তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। শুক্রবার জাহাঙ্গিরপুরী যাচ্ছে তৃণমূলের ৬ মহিলা সাংসদ। নেতৃত্বে কাকলি।