Morning Headlines 30th May: আজ শ্যামনগরে প্রথমবার জনসভা অভিষেকের। Bangla News
অর্জুনের প্রত্যাবর্তনের পর আজ শ্যামনগরে প্রথমবার জনসভা অভিষেকের। বিজেপিতে কেউ থাকতে পারে না, আক্রমণ অর্জুনের। নেতৃত্ব কাউকে দলে নিলে স্বাগত, প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয়র।
যে বিচারপতি এসএসসিতে সিবিআই নির্দেশ দিয়েছেন, তাঁকে আক্রমণ নিন্দনীয়। সীমা লঙ্ঘন করেছেন সাংসদ। যথাযথ পদক্ষেপ করুন মুখ্যসচিব। অভিষেককে নিশানা রাজ্যপালের।
কলকাতা হাইকোর্টের ১ শতাংশ কয়েকজনকে রক্ষা করার জন্য কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়েছে। মানুষ দেখছে কে আসলে সীমারেখা অতিক্রম করছে। রাজ্যপালকে আক্রমণ অভিষেকের।
আদালত অবমাননা, স্বতঃপ্রণোদিত মামলা হওয়া উচিত। আক্রমণ বিজেপির। সিবিআই-ইডির কাছে হাজিরা না দেওয়ার জন্য আদালতেই তো যাচ্ছেন অভিষেক, কটাক্ষ অধীরের।
এসএসসি দুর্নীতি থেকে নজর ঘোরাতে কৌশল। রাজপালের ভূমিকা খর্বের বিষয়ে নথি এলে দেখব। সরকার কী বলছে ভাবিত নই। আচার্য-বিতর্কে মুখ খুললেন জগদীপ ধনকড়।