Morning Headlines 5 August: নিয়োগে দুর্নীতিতে তোলপাড়ের মধ্যেই মোদি-মমতা বৈঠক
দিল্লি সফরে আজ বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী, সাড়ে ৬টায় রাষ্ট্রপতির কাছে মমতা। এজেন্সি থেকে মূল্যবৃদ্ধি নিয়ে সাংসদদের সরব হওয়ার নির্দেশ।
নিয়োগে দুর্নীতিতে তোলপাড়ের মধ্যেই মোদি-মমতা বৈঠক। সেটিংয়ের অভিযোগ বাম-কংগ্রেসের। দাবি নিয়ে দেখা করলে প্রশ্ন কেন? পাল্টা তৃণমূল।
ষড়যন্ত্রের তত্ত্ব পার্থর, পাল্টা আক্রমণে তাপস।
ষড়যন্ত্রের কথা বলছেন পার্থ, কার ষড়যন্ত্র? তাপসের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে বিরোধীরা। ২৩ মাস জেলে ছিলাম, আমি কিছু বলিনি, মন্তব্য মদনের।
পণ্ডিতিয়া রোডের অভিজাত আবাসনেও অর্পিতার ফ্ল্যাট? অত্যাধুনিক চিনা দরজা ঘিরে রহস্য। লক খুলে ভিতরে ঢুকে তল্লাশি-অভিযান ইডির।
৫০ কোটির টাকার পাহাড় কার? কে রেখেছিল ফ্ল্যাটে? দু’জনের নামে কত সম্পত্তি, কত অ্যাকাউন্ট? পার্থ-অর্পিতাকে সামনাসামনি বসিয়ে ইডি জেরা।
এবার শিক্ষক বদলি-মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। ৫ বছরের মধ্যে ২বার বদলি! নেপথ্যে বিশাল প্রভাব, মন্তব্য বিচারপতির।
বিবাদী বাগের অফিস থেকে সদর স্ট্রিটের হোটেলে কীভাবে ঝাড়খণ্ডের বিধায়কদের হাতে ৪৯ লক্ষ? এবিপি আনন্দের হাতে এক্সক্লুসিভ ফুটেজ।
৪৯ লক্ষের আগেও হয়েছে ৭৫ লক্ষের লেনদেন! অসমের কার নির্দেশে ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দিতেন মহেন্দ্র? জানতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
সরকার ফেলতে বিধায়ক কেনাবেচা হয়, হাওড়ায় গ্রেফতারির পরে প্রমাণ করল বাংলা। দিল্লিতে তৃণমূল সাংসদদের বৈঠকে বললেন মমতা।
সিবিআই নয়, ঝাড়খণ্ডের নোট-মামলায় সিআইডিতেই আস্থা হাইকোর্টের। ৩ সাসপেন্ডেড বিধায়কের তদন্তে স্থগিতাদেশের আর্জিও খারিজ।