Morning Headlines: আপাতত বিলুপ্ত জাতীয় স্তরের সমস্ত পদ, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | Bangla News

Continues below advertisement

তৃণমূলের (TMC) জাতীয় স্তরে আপাতত সব পদের বিলোপ। অভিষেককে নিয়ে ২০ জনের জাতীয় কর্মসমিতি গঠন। সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এক পদ, এক ব্যক্তি নিয়ে বিতর্কের মধ্যেই তৃণমূলে সব শীর্ষ পদের বিলুপ্তি। পদাধিকারী কারা? নেত্রী চূড়ান্ত করার পরে পাঠানো হবে কমিশনে।

অভিষেক ছাড়াও জাতীয় কর্মসমিতিতে পার্থ (Partha Chatterjee), বক্সী, ফিরহাদ, সুদীপ, অমিত, সুখেন্দু, অরূপ, অনুব্রত, গৌতম। বাদ পড়লেন সৌগত, ডেরেক।

সবাইকে এক হয়ে চলতে হবে, অভিষেকের (Abhishek Banerjee) উপস্থিতিতে বুঝিয়ে দিলেন তৃণমূলনেত্রী। মমতাই দলের শেষ কথা, বুঝিয়ে নেত্রীর কাছে ৭ নেতার চিঠি।

আইপ্যাক (I-PAC) নিয়ে চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেবেন মমতাই। যে নেই, তাকে নিয়ে আলোচনায় কী লাভ? জল্পনার মধ্যেই মন্তব্য বৈঠকে উপস্থিত এক নেতার।

পুরভোটে রক্তাক্ত আসানসোল (Asansol)। ২ জায়গায় গুলি চলার অভিযোগ। ধাদকায় গুলি চলেনি, দাবি কমিশনের। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ২ পুলিশকর্মী-সহ আহত ৩।

হিংসার অভিযোগে সল্টলেকে পুনর্নির্বাচন চায় বিরোধীরা। সোমবার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক বিজেপির। করুণাময়ীতে সিপিএমের অবরোধ। শান্তিপূর্ণ ভোট, পাল্টা তৃণমূল।

উত্তপ্ত বিধাননগর। মাথা ফাটল বিজেপি প্রার্থীর স্বামীর। বুথের মধ্যেই তৃণমূল-বিজেপি প্রার্থীর হাতাহাতি। সল্টলেকে আক্রান্ত এবিপি আনন্দ। অশান্তি কৈখালি, দত্তাবাদেও।

পুরভোটের দিন অর্জুনের ঘরেই ধাক্কা। মনোনয়ন প্রত্যাহার করে ভাইপো, আত্মীয়ের বিজেপি-ত্যাগ। তৃণমূলে যোগের জল্পনা। (বাইট-অর্জুন....চিনতে ভুল করেছিলাম)

গুজরাতেই দেশের বৃহত্তম ব্যাঙ্ক প্রতারণার পর্দাফাঁস। প্রায় ২৩ হাজার কোটি প্রতারণায় অভিযুক্ত এবিজি শিপইয়ার্ড। ১৩টি দফতরে সিবিআই তল্লাশি।

আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার ঈশান। ১৫ কোটি ২৫ লক্ষে গেলেন মুম্বইয়ে। ১২ কোটি ২৫ লক্ষে কলকাতায় শ্রেয়স। ১৪ কোটিতে চেন্নাইয়ে চহ্বার।

বুধবার থেকে দশর্কশূন্য ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ। আমদাবাদ থেকে কলকাতায় এলেন দু’দলের ক্রিকেটাররা। থাকবেন বায়ো-বাবলে।

ফের বিয়ের পিঁড়িতে মদন মিত্র (Madan Mitra)। ৪২ বছর পর স্ত্রী অর্চনার সঙ্গেই দ্বিতীয়বার বাঁধা পড়লেন সাতপাকে। (বাইট-)

প্রয়াত শিল্পপতি রাহুল বাজাজ। ৮৩ বছর বয়সে মৃত্যু। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাজাজ গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram