Morning Headlines : মন্ত্রী-কন্যার চাকরি ও টাকা ববিতাকে, হাইকোর্টে হাজিরা এসএসসি চেয়ারম্যানের

Continues below advertisement

এসএসসি দুর্নীতি মামলায় মন্ত্রী পরেশের কন্যা অঙ্কিতার শূন্য পদে চাকরি দিতে হবে মামলাকারী ববিতাকে। ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দেবে পর্ষদ, নির্দেশ হাইকোর্টের।

নির্লজ্জতার সঙ্গে বেআইনি পদক্ষেপ করে অঙ্কিতাকে নিযুক্ত। অঙ্কিতার জমা দেওয়া প্রায় আট লক্ষ টাকা ১০ দিনের মধ্যে পাবেন ববিতা। নির্দেশ হাইকোর্টের। 

দুর্নীতি মামলায় ববিতার সঙ্গে কথা ইডির। ডেটারুম সিবিআইয়ের হাতে, রিপোর্ট দেওয়া সম্ভব নয়। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জানালেন এসএসসি চেয়ারম্যান। 

কর্মীদের বকেয়া মহার্ঘভাতা না মেটানোয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ও বিদ্যুৎ সংবহন সংস্থার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ। কর্মীরা টাকার জন্য কাঁদছেন, অবাক লাগে, মন্তব্য হাইকোর্টের।

টাকা দিয়েছিলাম শুভেন্দুকে। চিঠি দিয়ে আদালততে জানিয়েছি। সারদা মামলায় আদালতে হাজিরা দিতে এসে বিস্ফোরক সুদীপ্ত সেন।

ঘোর সঙ্কটে মহারাষ্ট্রের জোট সরকার। অঙ্কের দিক থেকে ক্রমশ দুর্বল উদ্ধব। শিবসেনা ও নির্দল মিলিয়ে সঙ্গে ৫২ বিধায়ক। এবিপি আনন্দে দাবি একনাথ শিণ্ডের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram