Morning Headlines: পার্থর অপসারণের পর বুধবার মন্ত্রিসভার রদবদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

মেয়েকে জিজ্ঞাসাবাদের পর কল্যাণী এইমসকাণ্ডে এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ককে সিআইডি তলব। শুক্রবার ভবানীভবনে হাজিরার নির্দেশ।

কল্যাণী এইমসে বিজেপি বিধায়কের সুপারিশেই মেয়ের চাকরি। জানিয়েছে নিয়োগকারী সংস্থা, দাবি সিআইডির। বাড়িতে গিয়ে নীলাদ্রি-কন্যাকে জিজ্ঞাসাবাদ। 

শেষের দিকে নম্বর, তাও কীভাবে এইমসে চাকরি? বিজেপি বিধায়কের মেয়ের বয়ানে অসঙ্গতি থাকার দাবি সিআইডির।

কাদের আনাগোনা ছিল অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে? কীভাবে এসেছিল ২৮ কোটি? সিসি ফুটেজের সূত্রে তদন্তে ফের রথতলায় আবাসনে ইডি। 

পার্থর অপসারণের পর বুধবার মন্ত্রিসভার রদবদল। জল্পনায় বাবুল, তাপস থেকে স্নেহাশিস, পার্থ ভৌমিক। বাদ পড়তে পারেন পরেশ, সৌমেন।

মন্ত্রিসভার অসম্মান হয়, এমন কিছু করবেন না। পার্থর নাম না করে হুঁশিয়ারি মমতার। ঠগ বাছতে গাঁ উজাড় না হয়ে যায়, খোঁচা সুকান্তর। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram