Morning Headlines:আজ মন্ত্রিসভায় রদবদল, অর্পিতার আরও সম্পত্তির খোঁজে ইডি। Bangla News

Continues below advertisement

পার্থ অপসারণের পরে মন্ত্রিসভায় রদবদলের পর আজ শপথগ্রহণ। বাবুল, তাপস, পার্থ ভৌমিক, স্নেহাশিস, উদয়নের সঙ্গে জল্পনায় বিপ্লব, প্রদীপ মজুমদার।

বরানগর, পাটুলি থেকে মাদুরদহ, লেক ভিউ রোড। অর্পিতার লুকনো সম্পত্তির খোঁজে ইডি। পণ্ডিতিয়া রোডে অন্যের নামে থাকা একটি ফ্ল্যাট সিল।

অর্পিতার আরও সম্পত্তির সন্ধানে ইডির (ed) অভিযান। পাটুলিতে নেল পার্লার সিল। ১০০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ। 

পার্থর পর এবার অর্পিতা। টাকা আমার নয় বলে দাবি। তিনি বলেনস, 'টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে এবং অজান্তে আমার ঘরে এই টাকা ঢোকানো হয়েছে।'

টাকা আমার নয় বলে কি পার্থর (Partha Chatterjee) দিকেই অর্পিতার ইঙ্গিত? টাকা কার, বলুন। দাবি বিরোধীদের। চক্রীদের নাম বলছেন না কেন? পাল্টা তৃণমূল। 

নিয়োগে দুর্নীতিতে পরতের পর পরত। জোকা ইসএআইতে পার্থকে সামনে ক্ষোভে জুতো ছুঁড়লেন মহিলা। 

পার্থ-অর্পিতার ২টি ডায়েরি নিয়ে বাড়ছে রহস্য। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হত টাকার বান্ডিল। ডায়েরিতে হাতের লেখা কার? তদন্তে ইডি।

মমতার সফরের আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে অমিত শাহের কাছে শুভেন্দু।

শিক্ষায় নিয়োগে দুর্নীতি, বাংলার ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। ত্রিপুরায় কী হচ্ছে? পাল্টা প্রশ্ন তৃণমূলের। 

এত বড় দুর্নীতি একা পার্থর পক্ষে সম্ভব নয়, এবিপি আনন্দে বিস্ফোরক এসএসসির (SSC) প্রথম চেয়ারম্যান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram