Morning Headlines: বেহালায় জবরদখল উচ্ছেদে আক্রান্ত পুর-ইঞ্জিনিয়ার | কর্মীর 'তাণ্ডব', কোর্টে বিধায়ক | ABP Ananda LIVE

Continues below advertisement

রায়গঞ্জ, কুলপির পর খাস কলকাতা। বেহালায় জবরদখল উচ্ছেদে গিয়ে আক্রান্ত খোদ পুর-ইঞ্জিনিয়ার। গ্রেফতারির ১৯ ঘণ্টাতেই তৃণমূলকর্মীর অন্তর্বর্তী জামিন!

বেহালায় সরকারি আধিকারিককে কাজে বাধা, মারধরের অভিযোগ। রেয়াত না করার বার্তা মেয়রের। তাও কোর্টে আক্রান্তের পরিচয়পত্রই দিতে পারল না পুলিশ!

পুর-ইঞ্জিনিয়ারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কর্মী! কোর্টে তোলার আগে হঠাৎ হাজির স্থানীয় বিধায়ক রত্না। 

মুর্শিদাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চলের দাবিতে এবার পথে নামলেন বিজেপি বিধায়ক। বাংলা-ভাগ না চাইলে ব্যবস্থা নিক রাজ্য নেতৃত্ব, কটাক্ষ উদয়নের। বাংলা-ভাগ চাইলে মেরে পা ভাঙার হুমকি হুমায়ুনের, পাল্টা হুমকি বিজেপি নেতার। 

প্রদেশ কংগ্রেসে অধীর নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূলের আসার ডাক কান্দির বিধায়কের। ভিন্ন সুরে বিজেপি যাওয়ার অজুহাত দেখছেন কুণাল। মানতে নারাজ সৌম্য। 

ম্যারাথন তল্লাশি, ২০ লক্ষ টাকা উদ্ধারের পর বালু ঘনিষ্ঠ বারিককে শুক্রবার ইডির তলব। দাদা তৃণমূল নেতা আনিসুর-সহ বাকিবুরের আত্মীয় আলিফকেও সমন।

লোকসভা থেকে বিধানসভা উপনির্বাচন মিটতেই ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৮ অগাস্ট যাচ্ছেন ঝাড়গ্রাম। ৯ অগাস্ট যোগ দেবেন আদিবাসী দিবসের অনুষ্ঠানে।

একসঙ্গে ৮ আইএএসের বদলি। শিক্ষা থেকে সরিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রধান সচিব হলেন মণীশ জৈন। দায়িত্ব বাড়ল সিএমওর সমন্বয় সচিবের।

চক্রধরপুর দুর্ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সেই ফাঁসিদেওয়া। দেড়মাসের মধ্যে আগের দুর্ঘটনাস্থলের কাছেই ফের মালগাড়ি বেলাইন!

২ মাসে ৪ দুর্ঘটনা। পরপর যাত্রীর মৃত্যু। তাও সংসদে অশ্বিনীর মুখে শুধুই বুলেট ট্রেন, বন্দে ভারতের বন্দনা! ইস্তফা দিন নির্লজ্জ রেলমন্ত্রী, দাবি বিরোধীদের। 

চক্রধরপুরে মুম্বই মেলের দুর্ঘটনার দেড়দিন পার। পড়ে থাকা বগি সরিয়ে থার্ড লাইন দিয়ে ফের ট্রেন চলাচল শুরু।

কেদারনাথে ফের হড়পা বান। উখিমঠের কাছে ভীমবলিতে ধস। আটকে ১৫০ থেকে প্রায় ২০০ জন্য তীর্থযাত্রী। প্রবল বৃষ্টিতে রুদ্রপ্রয়াগে মন্দাকিনী নদীতে জলোচ্ছ্বাস।

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। বয়স হয়েছিল ৭১। দীর্ঘদিন ভুগছিলেন Blood Cancer-এ। শোকবার্তা মোদির। শোকজ্ঞাপন সৌরভের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram