Morning Headlines : হাফিজুলে বাড়ছে রহস্য, খুন হননি আনিস, দাবি সিটের, এবার মেট্রোয় শিয়ালদা
কালীঘাটকাণ্ডে ধৃত হাফিজুলের ফোনে মুখ্যমন্ত্রীর পাড়া, যাত্রাপথের ছবি! পুজোর আগে বাংলাদেশ গিয়েছিল, ছিল ১১টি সিম, কোর্টে জানাল পুলিশ। পাড়ার লোকের আস্থা অর্জনে দোল, রথের উৎসবে ছিল হাফিজুল। খেলেছিল ফুটবল। বাচ্চাদের খাইয়েছিল চকোলেট। চাঞ্চল্যকর তথ্য পুলিশের।
খুন হননি আনিস, উপর থেকে পড়েই মৃত্যু। সিটের চার্জশিটে খুনের দাবি খারিজ। আমতার তৎকালীন ওসি-সহ ৫ জনের বিরুদ্ধে গাফিতলির অভিযোগ। সিবিআইয়ের দাবিতেই অনড় আনিসের বাবা। ধামাচাপা দিয়েছে সিট, অভিযোগ বিরোধীদের। মৃত্যু নিয়ে রাজনীতি, পাল্টা তৃণমূল।
মেট্রোয় যুক্ত হল শিয়ালদা-সল্টলেক। হাওড়া স্টেশন থেকে উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবা। শেষমুহূর্তে আমন্ত্রণের পরেও নাম নেই মুখ্যমন্ত্রীর। প্রতিবাদে মেট্রোর উদ্বোধনে নেই তৃণমূল। আমাকেও দেরীতে ডাকা হয়েছিল, খোঁচা স্মৃতি ইরানির।