SSKM : এসএসকেএম হাসপাতালের নতুন নজির, পরপর দু’দিন লিভার প্রতিস্থাপন হল ওই হাসপাতালে, হল কিডনি প্রতিস্থাপনও
এসএসকেএম হাসপাতালের নতুন নজির। পরপর দু’দিন লিভার প্রতিস্থাপন হল ওই হাসপাতালে। হল কিডনি প্রতিস্থাপনও। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা এক শিক্ষিকার ব্রেন ডেথের পর শুধু অঙ্গদানই নয়, তাঁর দেহদানও করল পরিবার।
Tags :
Kolkata Sskm ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ Organtransplant