Morning Headlines : সব দলেরই আছে চর, তাঁদেরও আছে, সুকান্ত মজুমদারের দাবি ঘিরে আলোড়ন

Continues below advertisement

সব দলেরই আছে চর, তাঁদেরও আছে। সুকান্তর পাল্টা দাবি ঘিরে আলোড়ন। ওরা দরজার আড়ালে কিছু বললেও, ফাঁস করতে পারি, চ্যালেঞ্জ কুণালের। চরে আস্থা বিজেপির, তাই পেগাসাস, খোঁচা অধীরের।

ভোট পরবর্তী হিংসা মামলায় আরও ৫ তৃণমূল নেতা-কর্মী সহ ৬ জনকে সিবিআই জিজ্ঞাসাবাদ। দুর্গাপুরে অস্থায়ী ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদ অনুব্রতর দেহরক্ষীদেরও।

কসবায় দুষ্কৃতী তাণ্ডবে নতুন মোড়। নিজের বাড়ি ভেঙে তাঁকে বদনামের চেষ্টা বাড়ি মালিকের, দাবি কাউন্সিলর সুশান্ত ঘোষের। উনি ধোয়া তুলসীপাতা নন, পাল্টা জাভেদ খান। 

ডানকুনিতে গোটা পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ। কাঠগড়ায় ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বিবাদ মেটাতে গিয়েছিলাম, অভিযোগ অস্বীকার করে দাবি কাউন্সিলের।

কেকে-র মৃত্যুর জন্য ভিড় দায়ী হলে রাজনৈতিক সভাও বন্ধ করা উচিত, মন্তব্য দেবের। ২ হাজারের হলে ৭ হাজার লোক কেন? ফের প্রশ্ন সুকান্তর।

শহরে অভিনব প্রতারণা। বিদ্যুতের বিল আপডেট করতে গিয়ে লিঙ্ক খুলতেই গায়েব সিইএসসি আধিকারিকের ৫০ হাজার টাকা। বালিগঞ্জের বিজ্ঞাপনী সংস্থার অফিসে র‍্যানসমওয়্যারের হানা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram