Morning Headlines: ৫ রাজ্যের ভোট মিটতেই একলাফে রান্নার গ্যাসের দাম বাড়ছে ৫০ টাকা । Bangla News

Continues below advertisement

৫ রাজ্যের ভোট মিটতেই একলাফে রান্নার গ্যাসের দাম বাড়ছে ৫০ টাকা। লিটার প্রতি পেট্রোল বাড়ছে ৮৪ পয়সা, ডিজেলের ৮৩ পয়সা মূল্যবৃদ্ধি।

আমি মাথা নত করব না। আমি অন্য মেটিরিয়াল, কয়লাপাচারকাণ্ডে দিল্লিতে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই হুঙ্কার অভিষেকের। চাইলে কোর্টে যান, পাল্টা বিজেপি।

ইডির কাছে হাজিরা দিচ্ছেন না রুজিরা, জানিয়ে দিলেন অভিষেক।

কয়লাপাচারকাণ্ডে কেলেঙ্কারি তো স্বরাষ্ট্রমন্ত্রকেরই। আধা সেনার পাহারা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে অভিষেক। রাজ্য সরকারও দায়ী, দাবি বিজেপির।

বিরোধী দলনেতা তালিকা দিচ্ছেন, পরের দিনই তলব। কেন সারদা-নারদায় ছাড়? প্রশ্ন অভিষেকের। সব দেখছে জনগণ, পাল্টা বিজেপি।

কালীঘাট থানায় মামলায় হাজিরা দিলেন না ইডির ৩ অফিসার। আদালত অবমাননার অভিযোগ। বদনাম করার চেষ্টা হয়েছিল, দাবি অভিষেকের।

বাঁকুড়ায় সংগঠনের সভায় নাম না করে পুলিশকর্তার নিশানায় শুভেন্দু।

রাজনৈতিক কিংবা সরকারি মঞ্চে তো বলেননি, বিতর্ক উড়িয়ে পাল্টা দাবি পুলিশ সংগঠনের।

ঝালদা, পানিহাটির পর রামপুরহাট। বোমা মেরে তৃণমূল নেতাকে খুন। জাতীয় সড়কের ধারে চায়ের দোকানে হামলা। কেন খুন? এখনও ধোঁয়াশা।

বালিগঞ্জ উপনির্বাচনের আগে কড়েয়ায় তৃণমূলের কর্মিসভায় তুলকালাম। দলেরই কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত প্রাক্তন কাউন্সিলর-সহ ৩।

‘মুচলেকা’ দিয়ে দলের কাছে কালনার কাউন্সিলরদের ভুল স্বীকার। নেতাজি ইন্ডোরে বৈঠক বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা।

হিন্দু হস্টেলের পর এবার সল্টলেক ক্যাম্পাস। গেট ভেঙে হস্টেলে ঢুকলেন প্রেসিডেন্সির ছাত্রীরা।

মারিউপোল দখলের মরিয়া চেষ্টায় রাশিয়া। চারদিক ঘিরে লাগাতার বোমা, ক্ষেপণাস্ত্র হামলা। সুমিতে অ্যামোনিয়া প্লান্ট থেকে গ্যাস লিক।

কিভে রাতভর রুশ হামলা। পাল্টা হামলায় প্রচুর রুশ সেনা, ট্যাঙ্ক, যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের। আলোচনার পোল্যান্ড যাচ্ছেন বাইডেন।

রুশ হামলা থেকে রেহাই পেল না লুহানস্কের নার্সিংহোমও। ৫৬জনের মৃত্যু। সেভাস্তোপোলে পাল্টা রুশ নৌ কমান্ডারের মৃত্যুর দাবি ইউক্রেনের।

চিনে ভেঙে পড়ল বিমান। ১৩৩জন যাত্রী নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা। ভারতে বোয়িং ৭৩৭-এর নজরদারি বাড়াতে নির্দেশ ডিজিসিএ-র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram