Morning Headlines: উত্তরকাশীতে উদ্ধার ৪১, কলকাতায় বিজেপির মেগা ইভেন্ট। ABP Ananda Live

Continues below advertisement

শেষ ১৭ দিনের রুদ্ধশ্বাস লড়াই, টানেল বিপর্যয়ের ৩৯৮ ঘণ্টা পর মিলল মুক্তির আলো (Uttarakhand Tunnel Rescue)। সুড়ঙ্গ থেকে একে একে বাংলার ৩ শ্রমিক-সহ ৪১ জনকেই সুস্থ অবস্থায় উদ্ধার। 

উত্তরকাশী (Uttarkashi Tunnel) থেকে হুগলি-কোচবিহার। মঙ্গলবারই উত্তরকাশী থেকে এল মঙ্গলবার্তা। টানেল থেকে বেরোলেন হুগলি-কোচবিহারের ৩ বাঙালি। 

১৭ দিনের স্নাaয়ুর যুদ্ধে জিতল জীবন। উদ্ধারের পর সবার চোখে জল। কঠিন পাথরে ভেঙে চুরমার অগার মেশিন। র‍্যাট হোল (Rat hole Mining) মাইনিংয়েই এল সাফল্য। অভিনন্দন জানিয়ে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী।

চারশো ঘণ্টার দাঁতে দাঁত চেপে লড়াই। সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককেই নিরাপদে উদ্ধার। নিয়ে যাওয়া হল হাসপাতালে।

১৭ দিন পর উদ্ধার তুফানগঞ্জের (Coochbehar) মানিক তালুকদার। অবশেষে স্বস্তি অসুস্থ স্ত্রীর। সুস্থভাবে যেন সবাই বাড়ি ফেরে। 'বাংলায় কাজ থাকলে তো বাবাকে বাইরে যেতে হত না', বললেন ছেলে।

বাংলার ৩ শ্রমিককে নিরাপদে বের করে রাজ্যে ফিরিয়ে আনতে পাঠানো হয়েছে ৪ জনের দল, পোস্ট মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। এত আগে জেগে উঠেছেন জেনে ভাল লাগল! কটাক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari)। 

অমিত শাহের (Amit Shah) সভার আগের দিনই ফের বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু। স্পিকারকে অসম্মান করার অভিযোগ। পাল্টা অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির (BJP)। 

 তৃণমূল-বিজেপি সংঘাতে উত্তপ্ত বিধানসভায়। বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, দফায় দফায় ওয়াকআউট। বঞ্চনার অভিযোগে ধর্নায় তৃণমূল।

দুর্নীতি থেকে বঞ্চনার প্রতিবাদে আজ ধর্মতলায় অমিত শাহের (Amit Shah) মেগা সমাবেশ। পাল্টা বঞ্চনার অভিযোগেই বিধানসভায় কার্যত কালা দিবস পালন করবে তৃণমূল। 

শর্ত না মানায় সমস্যা। ১০০ দিনের টাকার পর এবার স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ আটকানোর অভিযোগ। প্রাপ্য ৮০০ কোটি চেয়ে চিঠি দিল রাজ্য সরকার (West Bengal Government)। 

নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সরব, ৭ হাজার চাকরিপ্রার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা! বেআইনি কিছু করেছে? এভাবে মামলা বাড়াচ্ছেন কেন? প্রশ্ন হাইকোর্টের (High Court)। ধারা নিয়েও প্রশ্ন। 

কেন্দ্রের কমন সার্ভিস সেন্টারের নাম বদলে বাংলা সহায়তা কেন্দ্র। সময়ের মধ্যে হলফনামা না দিলে জরিমানা। সুকান্তর মামলায় রাজ্যকে হুঁশিয়ারি হাইকোর্টের (High Court)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram