Morning Headlines: গ্রেফতার অনুব্রতর CA, ভুয়ো প্রার্থীদের হয়েই সওয়াল মুখ্যমন্ত্রীর। Bangla News
সুকন্যার (Sukanya Mondal) হাজিরার আগের দিনই গরুপাচার (Cow Smuggling Case) মামলায় গ্রেফতার কেষ্টর (Amubrata Mondal) সিএ মণীশ কোঠারি। দিল্লিতে ইডির (ED) ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তথ্য গোপনের অভিযোগ।
১১দিনে ১২জনকে তলবের প্রথম দিনেই গ্রেফতার মণীশ। কালো টাকা সাদা করতে ভুয়ো অ্যাকাউন্ট খোলার ছক কার? কেষ্টর মুখোমুখি বসিয়ে জেরা।
নিয়োগে বেলাগাম দুর্নীতি (Recruitment Scam), কোর্টের নির্দেশে একের পর এক চাকরি বাতিল। ভুয়ো প্রার্থীদের হয়েই সওয়াল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। চাকরি কেড়ে অত্যাচার করবেন না। কাতর আবেদন মুখ্যমন্ত্রীর। চাকরি না পেয়ে আত্মহত্যা, তাদের জন্য চোখের জল কোথায়? পাল্টা বিরোধীদের।
অশোক গঙ্গোপাধ্যায়ের মামলার উদাহরণ দিয়ে সংশোধনের সওয়াল মুখ্যমন্ত্রীর। ভুল ঠিক করতে বলেছিলাম, এমন দুর্নীতি আগে হয়নি, জবাব অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
গ্রেফতারির ৫২ দিন পরে অবশেষে বহিষ্কৃত কুন্তল (Kuntal Ghosh)। বহিষ্কার শান্তনুকেও। পার্টি অফিসে মেলেনি টাকার পাহাড়, দায় নেই দলের, দাবি শশী-ব্রাত্যর। পার্থর পরে অবশেষে কুন্তল-শান্তনুকে বহিষ্কার। কেষ্ট-মানিকে নরম। সবই লোকদেখানো, ভয় শুধু কেষ্ট-মানিক মুখ খোলার, তৃণমূলকে কটাক্ষ বিরোধীদের।
কয়লাপাচার (Coal Smuggling Case) মামলায় এবার সিবিআই (CBI) নজরে সিউড়ি থানার আইসি। লালার কাছ থেকে প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
বকেয়া ডিএ-র (DA) দাবিতে ধর্মঘটে সামিল, গরহাজির খাদ্যভবনে কর্মীদের শোকজের প্রক্রিয়া শুরু। ১৮ মার্চ থেকে ডিজিটাল অসহযোগিতার সিদ্ধান্ত যৌথ মঞ্চের।