Morning Headlines: মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, আজ ৪ বিধানসভা উপনির্বাচনের ফল

Continues below advertisement

মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ। আজ ৪ বিধানসভা উপনির্বাচনের ফল। গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা।

ভোট গণনা শুরু হওয়ার আগেই বাগদায় কাউন্টিং সেন্টারে হাজির শান্তনু ঠাকুর। চাপ তৈরির কৌশল? ২০০ মিটারের মধ্যে থাকায় সরাল পুলিশ। 

মুম্বইয়ে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

এবার থেকে ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালন করবে কেন্দ্র। ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রকে হত্যার চেষ্টা কংগ্রেসের। আক্রমণ নরেন্দ্র মোদি-অমিত শাহের।

এসএসসি দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে পদে বসাল তৃণমূল। কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হলেন পরেশ-কন্যা। এখানেও বাবার প্রভাবে পদপ্রাপ্তি নয়তো? কটাক্ষ বিজেপির।

ক্লাবের ভিতর চ্যাংদোলা করে নারকীয় অত্যাচারের পুনর্নিমাণ পুলিশের। গ্রেফতারির ৮ দিন পরেও কমেমি ঔদ্ধত্য জয়ন্তর, সাংবাদিকদের ধাক্কা।

রামকৃষ্ণ মিশনের জমি বিতর্কের পর এবার বেহালায় চার্চের জমিতে দাদাগিরি, মুখ্যমন্ত্রীকে চিঠি। অভিযোগ তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। ভুল করেছেন, বার্তা ফিরহাদের।

ছেলেধরা গুজবে আসানসোলে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশও। দেরিতে আসায় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। গাড়ি ভাঙচুর। আটক বেশ কয়েকজন। 

কেশপুরে অ্যাম্বুল্যান্সের সঙ্গে সিমেন্ট ভর্তি লরির ধাক্কা। রোগী-সহ ৬ জনের মৃত্যু। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি আরও ২ জন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram