Morning Headlines: রামপুরহাটে হত্যালীলা, আজ যাচ্ছে বাম-বিজেপির প্রতিনিধিদল | Bangla News

Continues below advertisement

রামপুরহাটকাণ্ডে তিন সদস্যের সিট (SIT)। গ্রেফতার ১১। মুখ্যসচিবের কাছে তথ্য তলব রাজ্যপালের (Jagdeep Dhankhar)। হস্তক্ষেপের দাবি বিজেপির। সংসদে সরব অধীর।  

রামপুরহাটে হত্যালীলা। আজ যাচ্ছে বাম-বিজেপির প্রতিনিধিদল। রাজনৈতিক গৃহযুদ্ধের পরিস্থিতি দেখছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। এসপিকে (SP) চিঠি।

নেতা খুনের কয়েক ঘণ্টার মধ্যেই তাণ্ডব। প্রতিশোধ কিনা, তদন্তে সিট, জানালেন ডিজি।

হাজার ছুঁইছুঁই রান্নার গ্যাস। আজ থেকে ফের প্রায় ১ টাকা করে দাম বাড়ছে পেট্রোল, ডিজেলের। প্রতিবাদে সংসদে সরব বিরোধীরা।  

১২ এপ্রিল বালিগঞ্জ-আসানসোলে চতুর্মুখী লড়াই। তৃণমূল-বিজেপি-বামেদের পর এবার প্রার্থী দিল কংগ্রেসও। জামুড়িয়ায় প্রচারে শত্রুঘ্ন সিন্‍‍হা (Shatrughan Sinha)।

রুশ টার্গেট মারিউপোল। ১০ মিনিট অন্তর বোমাবর্ষণ। হাসপাতালও ধ্বংস। খাবার, জল না পেয়ে অবরুদ্ধ অসংখ্য।

ইউক্রেনে জৈব-রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। আশঙ্কা আমেরিকার। প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব ক্রেমলিনের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram