Morning Headlines: এথিক্স কমিটির এথিক্স নিয়েই প্রশ্ন মহুয়ার, চেয়ারম্যানের বিরুদ্ধে নালিশ

Continues below advertisement

Mahua Moitra: এথিক্স কমিটির এথিক্স নিয়েই প্রশ্ন মহুয়ার। চেয়ারম্যানের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে নালিশ। কমিটির সদস্যদের সামনে মৌখিকভাবে বস্ত্রহরণের অভিযোগ।

Mahua Moitra:  মহিলা সাংসদকে আপত্তিকর প্রশ্নের অভিযোগ। মহুয়ার পাশে কংগ্রেস-বাম-সহ বিরোধীরা।

Mahua Moitra: অসম্মানজনক প্রশ্নের অভিযোগ মানতে নারাজ এথিক্স কমিটির চেয়ারম্যান। পাল্টা তৃণমূল সাংসদের বিরুদ্ধেই অসাংবিধানিক আক্রমণের অভিযোগ।

Phone Tapping Controversary:আড়ি পাতা বিতর্কে তোলপাড় রাজনীতি। অ্যাপলকে নোটিস কেন্দ্রের। বিরোধীদের ফোন হ্যাকের চেষ্টার অভিযোগ। তদন্ত শুরু কেন্দ্রের।

Ration Scam: মন্ত্রীর কনভয়ের মধ্যেই থাকত বাকিবুরের গাড়ি! খাদ্য দফতরেই হত বৈঠক। পিএ-র ফোনেই যোগাযোগ। রেশন দুর্নীতিতে চাঞ্চল্যকর দাবি ইডির।

Mamata Banerjee:  হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী। দার্জিলিং সফর কাটছাঁট করে ফিরলেন রাজ্যপালও। বেশ কিছুক্ষণ কথা। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram