T20 World Cup 2024: ১৭ বছর পরে শাপমুক্তি, T-20 বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ABP Ananda Live
T20 World Cup 2024: ১৭ বছর পরে শাপমুক্তি, T-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বার্বাডোজে টানটান ম্যাচে ৭ রানে দক্ষিণ আফ্রিকার হার। ব্যাটে দুর্দান্ত বিরাট, অক্ষর, বলে হার্দিক, বুমরাহ। পরপর ২ ফাইনালে যাদের কাছে হার, সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বসেরা টিম রোহিত। বিদায়ী ম্যাচে কোচ হিসেবে জয়ী রাহুল।
India Win: ১৩ বছর পরে যে কোনও ফর্মাটে বিশ্বকাপ জয় ভারতের। শুভেচ্ছা সচিন, সৌরভ থেকে মোদি, রাহুলের। জয়ের পরেই টি-২০ থেকে বিদায় কোহলি ও রোহিত শর্মার।
CV Ananda Bose: মমতার তীব্র আক্রমণ, এবার আইনি পথে হাঁটতে চলেছেন রাজ্যপাল। চরিত্রহনের অভিযোগে মানহানি মামলার প্রস্তুতি।
WB Governor: শপথ নিয়ে সংঘাতের মধ্যেই আরও সুর চড়ালেন রাজ্যপাল। বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক।
Cooch Behar News: বিজেপি করায় বিবস্ত্র করে মার? কোচবিহারকাণ্ডে সিবিআই চায় বিজেপি। পারিবারিক বিবাদ, দাবি পুলিশের। আজ যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি।
Kolkata Crime News: গুজব-সংক্রমণ এবার কলকাতা-সল্টলেকে। বউবাজারে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন। ২৪ ঘণ্টার মধ্যেই সল্টলেকেও গণপিটুনি, মৃত্যু যুবকের।
Murder at Hostel: ভোঁতা বস্তুর আঘাতে ইন্টারনাল ইনজুরি, প্রচুর রক্তক্ষরণে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে বউবাজারে মৃত্যু টিভি মেকানিকের। হাড় ভেঙে চুরমার। উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে।
Kolkata News: বউবাজারে টিভি মেকানিককে খুনের পর প্রমাণ লোপাটের ছক! সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট অভিযুক্তদের, দাবি পুলিশ সূত্রে। ধৃত ছাত্রাবাসের ১৪জন আবাসিকের পুলিশ হেফাজত।
Crime News: ২৪ ঘণ্টায় গণপিটুনিতে জোড়া খুন! ফিরল এনআরএসে কোরপান শা হত্যার নৃশংস স্মৃতি। (স্ত্রী- আমার স্বামীর দোষীদের সাজা হলে, আজ হয়তো এই ঘটনা ঘটত না।)
ফিরল কোরপান-হত্যার স্মৃতি
Hawker Eviction: হকার-ব্যবসায়ী সংঘাতে রণক্ষেত্র নিউমার্কেট। হামলা, পাল্টা হামলার অভিযোগে বিক্ষোভ। নিউ মার্কেট থানার সামনে সম্মুখসমরে দু'পক্ষ।