Morning News: Ananda Sakal : পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের আঁচ রাজ্যের তিন জেলায়
Continues below advertisement
পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের আঁচ রাজ্যের তিন জেলায়। হাওড়ায় অশান্তির পাশাপাশি মুর্শিদাবাদে উত্তেজনা ও নদিয়ার বেথুয়াডহরিতে তাণ্ডব। বেথুয়াডহরি স্টেশন, ট্রেন ও এলাকার হাসপাতালের সামনে গতকাল চলে অবাধে ভাঙচুর। দু’দফায় অবরোধ করা হয় জাতীয় সড়ক। বাড়ি, দোকান-ATM-ও বাদ যায়নি ভাঙচুরের হাত থেকে। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় গতকাল রুটমার্চ চালিয়েছে পুলিশ। বহু সাধারণ মানুষের বাড়ি ভেঙে চুরমার হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। অভিযোগ, তাণ্ডবের সময় পুলিশকে জানিয়েও লাভ হয়নি। জেলায় অশান্তিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা শতাধিক। মুর্শিদাবাদের বড়ঞার কুলি মোড়ে কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করা হয় গতকাল। বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ West Bengal Districts Ananda Sakal Morning News Violence In Bengal এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Remarks On Prophet Mob Damages