Leopard Babies Rescued: লাফাতে লাফাতে সোজা নর্দমায় ২ চিতাবাঘ শাবক, কাটল দুপুর থেকে রাত, শেষে ঘাড় ধরে টেনে নিয়ে গেল মা
কনকনে ঠান্ডায় একেবারে জমে যাওয়ার অবস্থা। কিন্তু ছটফটে দুই ছানার হুঁশ ছিল না সে সব নিয়ে। খেলতে খেলতে বাসা আস্তানা থেকে বেশ খানিকটা দূরেই এসে পড়ে তারা। তার পর পা ফস্কে একেবারে নর্দমায়। দুপুর থেকে রাত পর্যন্ত কাটল একেবারে উৎকণ্ঠায়। শেষ মেশ মা-ই এসে উদ্ধার করল দুই চিতাবাঘ শাবককে (Leopard Babies)। তাতেই হাঁফ ছেড়ে বাঁচলেন সকলে (Darjeeling News)।