8 Jan Morning Headlines: আইএস জঙ্গি-যোগের অভিযোগ, ২জনকে গ্রেফতার করল এসটিএফ

আইএস জঙ্গি-যোগের অভিযোগ, দ্বিতীয় হুগলি সেতু থেকে ধাওয়া করে টিকিয়াপাড়া থেকে ২জনকে গ্রেফতার করল এসটিএফ। 

প্রজাতন্ত্র দিবসের আগে ফের জঙ্গি গ্রেফতার। সন্ত্রাসবাদীদের আস্তানা বাংলা, খোঁচা বিরোধীদের। ধরা পড়ছে, এটাই কৃতিত্বের, পাল্টা 
তৃণমূল। 

মাদক পাচার রুখতে গিয়ে বাগদার মামা-ভাগিনা গ্রামে আক্রান্ত বিএসএফ। ধৃতকে নিয়ে যাওয়ার সময় লাঠি, পাথর দিয়ে হামলা, কন্ট্রোল রুম ভাঙচুর। আহত ৪।

টেন্ডার দুর্নীতির তদন্তে কাঁথি থানার আইসিকে সিবিআই তলব। সোমবার হাজিরার নির্দেশ। কী পরিণতি নিজেরাও জানে না, খোঁচা শুভেন্দুর। ওর কী হবে, পাল্টা কুণাল। 

নন্দীগ্রামে শুভনদুর মুখে বামস্তূতি। সিপিএম কর্মীরা সবাই খারাপ নয়, ভোটও পেয়েছি বলে মন্তব্য 
সিপিএমের হার্মাদরাই তো এখন বিজেপিতে, পাল্টা কুণাল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola