Russia: কিছুটা স্বস্তি পুতিনের, মস্কোর দিকে এগিয়েও পিছু হটল ওয়াগানার বাহিনী | ABP Ananda LIVE
Continues below advertisement
কিছুটা স্বস্তি পুতিনের, পিছু হটল ওয়াগানার বাহিনী । মস্কোর দিকে এগিয়েও পিছু হটল ধনকুবের প্রিগোজিনের ২০ হাজার ভাড়াটে সৈন্য । আর রাশিয়ার কারও রক্তপাত চাই না, বার্তা ধনকুবের হোটেল ব্যবসায়ী প্রিগোজিনের । আগেই ইউক্রেন-সীমান্তবর্তী একাধিক শহরে ঢুকে পড়ে ওয়াগানার বাহিনী । পাল্টা প্রতিরোধ করে পুতিন বাহিনী । প্রতিরোধ উড়িয়ে মস্কোর দিকে এগোতে থাকে প্রিগোজিনের সৈন্য দল । তার মধ্যেই পিছু হটল ওয়াগানার বাহিনী, বাঙ্কারে ফিরল প্রিগোজিনের ভাড়াটে সেনা । ওয়াগানার বাহিনী পিছু হঠলেও প্রস্তুত রুশ সেনা
Continues below advertisement