Kolkata News: বাঁশির সুরের সঙ্গে তবলার বোলের অসাধারণ যুগলবন্দিতে সঙ্গ দিল সন্তুরের সুর

ABP Ananda LIVE: একটা মন ভাল করা সন্ধে। মুক্ত ছন্দ আয়োজন করল এক সুরেলা সন্ধ্যার। বাঁশির সুরের সঙ্গে তবলার বোলের অসাধারণ যুগলবন্দিতে সঙ্গ দিল সন্তুরের সুর। রবিবার নাগেরবাজারের অজিতেশ ম়ঞ্চে আয়োজিত হল মুক্ত ছন্দের তৃতীয় বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের অন্য়তম আকর্ষণ ছিল পুলিশ কর্তার বাঁশি।  অপরাধ দমনে দিবরাত যিনি নিজের ভূমিকা পালন করে চলেছেন, তেমনই এক আইপিএস অফিসার ইন্দ্রজিৎ বসু। এদিন তাঁর বাঁশির সুর মন ভরিয়ে দেয় দর্শকদের। এখানেই শেষ নয়, শুধু বাদ্য়যন্ত্র নয়। মঞ্চ মাতাতে এদিন উপস্থিত ছিলেন 'ভূতের কেত্তন' ব্যান্ড-এর একঝাঁক তরুণ

 

ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপি সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব,কাছাকাছি মমতা ঠাকুর ও সুব্রত ঠাকুর?

ঠাকুরনগরের রাজনীতিতে নতুন সমীকরণ? কাছাকাছি তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর? ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপি সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট বিলি ঘিরে বিজেপিতে সংঘাত। মমতা ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের কথা। মমতা ঠাকুরের দ্বারস্থ শান্তনু ও সুব্রত ঠাকুরের মা ছবি রানি ঠাকুর। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাট মন্দিরে কার্ড বিতরণ শান্তনু ঠাকুরের। নাট মন্দিরে কার্ড বিতরণের প্রতিবাদ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব চরমে। তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরি করছেন সুব্রত, আক্রমণ শান্তনু ঠাকুরের। ২০২৪ সালে টিকিট না পেলে শান্তনুই তৃণমূলে যেতেন, পাল্টা সুব্রত ঠাকুর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola