ABP News

Municipal Election 2021: 'কমিশনের তরফে নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস পেলাম না', পুরভোট প্রসঙ্গে অশোক ভট্টাচার্য | Bangla News

Continues below advertisement

'আগামীকাল মনোনয়ন জমা দিতে হবে, তার আগের দিন নির্বাচনের দিন ঘোষণা করছে নির্বাচন কমিশন। নির্বাচনের কমপক্ষে ৩৯ থেকে ৪০ দিন আগে নির্বাচনের দিন ঘোষণা করতে হয়। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস পেলাম না", শিলিগুড়ি-সহ ৪ পুরসভার নির্বাচন প্রসঙ্গে প্রতিক্রিয়া শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya)। প্রসঙ্গত, সোমবার ৪ পুরসভার নির্বাচনের (Municipal Election) নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Saurav Das)। আসানসোল (Asansol), শিলিগুড়ি (Siliguri), চন্দননগর (Chandannagar), বিধাননগর (Bidhannagar) পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করেন তিনি। আগামী ২২ জানুয়ারি হবে ভোটগ্রহণ এবং ২৫ জানুয়ারি হবে ভোটগণনা। মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে। ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষদিন।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram