Municipal Election 2021: আগামী ৪ পুরসভার নির্বাচনে সব বুথে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ কমিশনের | Bangla News
প্রতি বুথে সিসিটিভি ক্যামেরা (CCTV)-সহ কলকাতা (KMC) পুরনির্বাচনে যে যে ব্যবস্থা নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন, প্রায় একই রকম ব্যবস্থা নেওয়া নেওয়া হতে পারে ২২ জানুয়ারির ৪ পুরসভার নির্বাচনেও। আগেভাগেই নিরাপত্তা সংক্রান্ত আঁটোসাটো বন্দোবস্তের পথেই হাঁটছে কমিশন। ইতিমধ্যেই শিলিগুড়ি, আসোনসোল, বিধাননগর, চন্দননগর- যেখানে যেখানে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন, সেই সমস্ত এলাকায় লাগু হয়েছে নির্বাচনী বিধিনিষেধ।
উল্লেখ্য, সোমবার ৪ পুরসভার নির্বাচনের (Municipal Election) নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Saurav Das)। আসানসোল (Asansol), শিলিগুড়ি (Siliguri), চন্দননগর (Chandannagar), বিধাননগর (Bidhannagar) পৌরনিগমের ভোটের দিনক্ষণ ঘোষণা করেন তিনি। আগামী ২২ জানুয়ারি হবে ভোটগ্রহণ এবং ২৫ জানুয়ারি হবে ভোটগণনা। মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে। ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষদিন।