Municipal Election 2022: ৩ সপ্তাহ পিছিয়ে গেল ৪ পুরসভার নির্বাচন, 'তৃণমূলের কথায়', কটাক্ষ সুজনের | Bangla News
২২ জানুয়ারির বদলে ১২ ফেব্রুয়ারি। করোনার (Corona) কারণে ৩ সপ্তাহ পিছিয়ে গেল ৪ পুরনিগমের ভোট। রাজ্যের সায়ের পরই বিজ্ঞপ্তি কমিশনের।
পুরভোট পিছিয়ে দেওয়ায় হাইকোর্ট ও রাজ্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরবর্তী ৩ সপ্তাহে রাজ্যের সংক্রমণ হার ৩ শতাংশের নীচে নামানোর লক্ষ্য করলেন স্থির।
সঠিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন, ভোট পিছোনোয় প্রতিক্রিয়া সৌগত রায়ের। তৃণমূলের কথায় ভোট পিছলো, কটাক্ষ সুজনের (Sujan Chakraborty)। ৪ সপ্তাহ পিছনো উচিত ছিল, প্রতিক্রিয়া সুকান্তর।
বঙ্গ বিজেপির কমিটিতে ক্ষতি হচ্ছে দলের। দলকে কুক্ষিগত করতে চাইছেন এক নেতা। মনে হচ্ছে অন্য দলের সঙ্গে যোগ আছে, অভিযোগ শান্তনু ঠাকুরের। দিলেন আন্দোলনের হুঁশিয়ারি।
বঙ্গ বিজেপিকে (BJP) ফের কামিনী-কাঞ্চন তোপ দাগলেন তথাগত রায় (Tathagata Roy)। ট্যুইটে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, অসুখ না সারিয়ে চেপে রাখার চেষ্টা হচ্ছে। এর ফল খারাপ হতে পারে। পূর্বসূরির ট্যুইট গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
সম্পত্তি কর জমা দেওয়া হোক বা ট্রেড লাইসেন্স ফি, করোনাকালে এই ধরনের কাজ যাতে আরও বেশি করে অনলাইনে (Online) সেরে ফেলা যায়, তার জন্য এই ধরনের পরিষেবাকে পোর্টাল ভিত্তিক অনলাইন পেমেন্টের পাশাপাশি হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মে নিয়ে এল কলকাতা পুরসভা (KMC)।
দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পরই টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। বললেন এটাই সঠিক সময়। টেস্টেও অধিনায়ক রোহিত, খবর সূত্রের।